September 13, 2025, 5:24 am

চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Reporter Name 142 View
Update : Friday, May 21, 2021

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বোরহান উদ্দিন বিপু (২৩) ও তাবাচ্ছুম মারিয়া জুঁই (১৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পিকআপ গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই চালক পলিয়ে যায়। শুক্রবার (২১মে) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তুুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন কুমিল্লা জেলার কতোয়ালী কাপটন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে বোরহান উদ্দিন বিপু ও একই এলাকার মিশর আহমদের কন্যা তাবাচ্ছুম মারিয়া জুঁই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপু ও জুঁই মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মহাসড়কের চকরিয়াস্থ বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তুুপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। সড়কে দুর্ঘটনার সংবাদ পেয়ে মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেছে।

মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের এস আই সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর