August 7, 2025, 2:24 pm

বকেয়া পরিশোধ করায় চালু এসএ টিভি, এখনও বন্ধ চ্যানেল নাইন

ডেস্ক রিপোর্ট 142 View
Update : Friday, May 21, 2021

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সেবা নেওয়ার বকেয়া বিল পরিশোধ করায় বেসরকারি টেলিভিশন স্টেশন এসএটিভির সম্প্রচার চালু করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। তবে বিল বকেয়া থাকায় এখনও বন্ধ রয়েছে চ্যানেল নাইনের সম্প্রচার। আগামী রবিবার (২৩ মে) চালু হতে পারে এটি।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ শুক্রবার (২১ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এসএ টিভি বকেয়া পরিশোধ করেছে। এতক্ষণে চ্যানেলটি চালুও হয়ে গেছে। চ্যানেল নাইন পরশু (রবিবার) বকেয়া পরিশোধ করবে। ওই দিনই চ্যানেলটি চালু হবে।

এর আগে গণমাধ্যমকে শাজাহান মাহমুদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, গত ডিসেম্বর পর্যন্ত যারা বকেয়া বিল পরিশোধ করেনি, তাদের সেবা বন্ধ রাখা হবে। অনেকে চ্যানেলই বকেয়া পরিশোধ করেছে। প্রতি মাসে এ বিল পরিশোধ করার কথা থাকলেও কোম্পানি নমনীয়তা দেখিয়েছে, তবে এখন থেকে কোম্পানি আরো কঠোর হবে।’

২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ। এতে বাংলাদেশের খরচ হয় ২ হাজার ৯০২ কোটি টাকা। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৫টি টিভি চ্যানেল আছে। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি সব টিভি চ্যানেলই বিএস-১–এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর