August 1, 2025, 1:33 pm

শিক্ষা উপমন্ত্রী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করল ডিআরইউ

Reporter Name 195 View
Update : Friday, May 21, 2021

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার আংশিক ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলা জানায় সংগঠনটি।
বৃহস্পতিবার বিকেলে ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে গণমাধ্যমের শত্রু হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়ে প্রয়াস অব্যাহত থাকবে। যদিও স্বাস্থ্যমন্ত্রী নিজেই নিজেকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন।
সমাবেশে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী বলেন, সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কাল শুক্রবার সকাল ১০টায় ডিআরইউ প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করা হবে। ধাপে ধাপে কর্মসূচি চলবে। রোজিনার মুক্তির আগ পর্যন্ত কোনোভাবেই আন্দোলন থামবে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর