August 5, 2025, 1:33 am

বকেয়া হোল্ডিং করের ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ হবে: মেয়র আতিক

Reporter Name 165 View
Update : Tuesday, May 25, 2021

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে। গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত কর দাতাদের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুনের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

তিনি ৩০ জুনের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য করদাতাদের অনুরোধ করেন।

মেয়র বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।

মেয়র নগরবাসীর প্রতি সময়মত পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর