September 13, 2025, 5:24 am

টেকনাফে ডাকাতের হাতে বাবা-ছেলে গুলিবিদ্ধ

Reporter Name 141 View
Update : Thursday, June 3, 2021

কক্সবাজার জেলার টেকনাফে ডাকাতের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় বাহারছড়া ইউনিয়নে কচ্ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন -টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের গুরা মিয়ার ছেলে আলী আহমদ (৪০) ও তার ছেলে জয়নাল উদ্দিন (১২)। বর্তমানে তারা দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, আলী আহমদ এলাকায় দোকান করেন। রাত ৯ টার সময় দোকান বন্ধ করে বাবা-ছেলে বাড়ি চলে আসেন। এর কিছুক্ষণপর হঠাৎ অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে গুলি চালায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন দ্রæত টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে যায়। আহত আলী আহমদের অবস্থা অবনতি হওয়ায় তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা ডাকাত দলের সাথে রোহিঙ্গা জড়িত থাকার সম্ভবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কাউকে চিনতে পারেনি।

টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আইয়ুব খান বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা বুধবার রাত ১১টা সময় এক কিশোরকে নিয়ে আসেন। তার মাথার বাম পাশে গুলির আঘাত রয়েছে। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক শীলব্রত বড়–য়া বলেন, কক্সবাজার থেকে গুলিবিদ্ধ দুইজনকে বৃহস্পতিবার ভোরে হাসপাতালে আনা হয়েছে। তাদের ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ডাকাত দলের গুলিতে বাবা-ছেলে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অস্ত্রধারীদের ধরতে অভিযান চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর