October 26, 2025, 7:05 pm

জামালপুরে বজ্রপাতে ৫জনের মৃত্যু

Reporter Name 149 View
Update : Friday, June 4, 2021

জামালপুরের তিন উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলায় এক নারীসহ তিনজন, দেওয়ানগঞ্জে এক রাজমিস্ত্রি আর সরিষাবাড়ীতে এক নারীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বকশীগঞ্জের উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫) বিকেলে বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায় পূর্ব কলকীহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা (৪৫)।

এছাড়া একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) বাড়ির পাশে শুকাতে দেওয়া খড় আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, মাদারেরচর গ্রামের বুদু মিয়ার দুটি গরুও বজ্রপাতে মারা যায়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়ায়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) রাজমিস্ত্রি কাজ শেষে বাড়ি ফেরার সময় চিকাজানী দিঘিপাড় এলাকায় বজ্রপাতে মারা যান বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত কবীর।

আর সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের মোজাম্মেলের স্ত্রী আঙ্গুরী বেগম (৪৫) সন্ধ্যায় বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর