August 7, 2025, 2:27 pm

বাজেট জনবান্ধব করতে ব্যবসা সম্প্রসারণে জোর দেয়া হয়েছে: অর্থমন্ত্রী

Reporter Name 152 View
Update : Friday, June 4, 2021

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে জোর দিতে গিয়ে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করছি, বাজটকে জনবান্ধব করতে হলে ব্যবসাবান্ধব করতে হবে। এ দৃষ্টিকোণ থেকে এবারের প্রস্তাবিত বাজেটে ব্যবসা সম্প্রসারণের দিকে জোর দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আজ শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আগামী ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেন। রীতি অনুযায়ী, অর্থমন্ত্রী আজ প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অংশ নেন।

করোনা মহামারির মধ্যেও গত বছর বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ৮.২ শতাংশ ধরেছিল সরকার। তা অর্জিত না হওয়ায় এবার সেই লক্ষ্যে রাশ টেনেছেন অর্থমন্ত্রী। এবার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে ৭.২ শতাংশ।

প্রবৃদ্ধির এ লক্ষ্য অর্জন করা সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈশ্বিক মহামারির মধ্যেও আমাদের প্রবৃদ্ধি ভালো হয়েছে। আমাদের অর্থনীতির অবস্থা এখন সারা বিশ্বের আলোচনার বিষয়। লক্ষ্য ঠিক মতো বাস্তবায়ন করতে পারলে সামনের বছরও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব।

বাজেটে কর ছাড়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য রেখেছি, আইনটিকে আমরা সহজ করব। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যদি আমরা আইনটিকে সহজ করতে পারি, ট্যাক্স পেয়ারদের যদি এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে রেভিনিউ জেনারেশন অনেক বৃদ্ধি পাবে। রেভিনিউ জেনারেশন বাড়াতে পৃথিবীর অনেক দেশ চেষ্টা করেছিল। এমনকি আমেরিকায়ও কোনো একসময় ৭৫ শতাংশ ট্যাক্সের পরিমাণ ছিল, সেটা এখন নেই। বেশি করে ট্যাক্স আদায় করা যায় কি না সেটি সবাই চেষ্টা করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি যদি আমরা রেভিনিউয়ের হার আস্তে আস্তে কমাই, তাহলে আমাদের কালেকশন বাড়বে। আমরা যে কর কমালাম, আমরা বিশ্বাস করি ‘উই উইল বি উইনার’। করের হার কমানো হয়েছে, আশা করি আমাদের রেভিনিউ কালেকশন আরও বাড়বে।’

এছাড়া বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ যাই থাক, প্রয়োজনে অর্থের যোগান দিতে কোনো ‘সমস্যা হবে না’ বলে আশ্বাস এসেছে অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে।

অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেছেন, এক বছরে সরকার যত মানুষকে টিকা দিতে পারবে, সেই টাকার বরাদ্দ বাজেটে আছে।

আর কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, প্রয়োজনে অন্য খাত থেকেও টাকা নিয়ে স্বাস্থ্য খাতে দেওয়া যাবে, এ নিয়ে কোনো ‘সমস্যা নেই’।

বাজেটে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার যে লক্ষ্যের কথা অর্থমন্ত্রী বলেছেন, তাতে দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনতে চার বছর লাগবে বলে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উত্তরে বলেন, ‘সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে, সেই কাজটা আমরা করব, সেজন্য আমরা প্রস্তুত। কোনো সময় বেঁধে দিয়ে সেটা নয়।’

এর আগে বৃহস্পতিবার (৩ জুন) করোনা মহামারির প্রকোপের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয়বারের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন-জীবিকা রক্ষায় ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর