August 6, 2025, 11:32 am

সিংগাইরে কাঁচামালের আড়ত উদ্বোধন

Reporter Name 215 View
Update : Friday, June 4, 2021

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী এলাকায় বিশাল একটি কাঁচা ও পাকা মালের আড়ত উদ্বোধন করা হয়েছে। কাঁচামালের আড়তটির আয়োজন করে চর নয়াডাঙ্গী একতা নামের একটি স্থানীয় সংগঠন। শুক্রবার দুপুরে সংগঠনটির সভাপতি কাজী আইয়ূব আলী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা সুপার মার্কেটের মালিক মো. আহাদনুর মোল্লা, চর নয়াডাঙ্গী একতা কাঁচা ও পাকা মালের আড়তের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রতন মিয়া (দারোগালী), জসিম উদ্দিন পাখি, সদস্য মো. কোহিনূর রহমান, ইউপি সদস্য মো. আব্দুস ছালামসহ স্থানীয় কাঁচামাল বিক্রেতা, পাইকারি ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আড়তটির সভাপতি কাজী আইয়ুব জানান, আড়তটির মাধ্যমে এলাকার বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এলাকার কৃষকরা তাদের সবজির প্রকৃত মূল্য পাবে। পাইকারি ব্যবসায়ীরা তাদের সুবিধা অনুযায়ী দূর-দূরান্ত থেকে চাহিদামতো কাঁচামাল সরবরাহ করতে পারবে। চর নয়াডাঙ্গী এলাকা একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর