September 13, 2025, 5:26 am

“আমরা হরিজন তাই বলে কি আমরা বিচার পাব না”

Reporter Name 147 View
Update : Saturday, June 5, 2021

নরসিংদীর মাধবদীর আনন্দীতে স্বামী ও তার পরিবারের নির্যাতনে দুই সন্তানের জননী গৃহবধূ কল্পনা রানী বাসফোঁড় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হরিজন সম্প্রদায়ের লোকজন ও নিহত গৃহবধূর স্বজনেরা অংশগ্রহণ করেন। এসময় তারা কল্পনা রানী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুজাননগর সুইপার কলোনীর মনা লাল বাসফোঁড়ের মেয়ে কল্পনারানী বাসফোঁড়কে নরসিংদীর মাধবদীর আনন্দী হরিজন কলোনীর রাজু বাসফোঁড় এর নিকট বিয়ে দেয়া হয়। তাদের দেড় বছর ও আড়াই বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। গত ৭ মে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূ কল্পনারানী বাসফোঁড়কে নির্যাতন করে তার স্বামী ও তার পরিবারের লোকজন। এসময় কল্পনারানী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করার একদিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মাধবদী থানায় হত্যার অভিযোগ দেয়া হলে পুলিশ তদন্তের পর আত্মহত্যার প্ররোচনার মামলা গ্রহণ করে।
কল্পনারানীর বাবা মনু বাসফোঁড় বলেন, আমরা হরিজন সম্প্রদায় রাষ্ট্রের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করে জীবিকা নির্বাহ করি। আমরা হরিজন তাই বলে কি আমরা বিচার পাব না। আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।
এই মামলায় স্বামী ও শশুর শাশুড়িসহ ৪ আসামী আদালতে আত্মসমর্পন করলে আদালত দুইজনকে জামিন প্রদান করে স্বামী ও শ্বশুরকে জেলহাজতে পাঠান বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর