September 13, 2025, 1:43 am

মাধবদী থানা প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন

Reporter Name 155 View
Update : Sunday, June 27, 2021

নরসিংদীতে নতুন মেয়াদে মাধবদী থানা প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে পুনরায় দৈনিক মানবজমিনের মাধবদী (নরসিংদী) প্রতিনিধি মো. আল-আমিন সরকারকে সভাপতি, দৈনিক মুক্তখবর পত্রিকার মাধবদী (নরসিংদী) প্রতিনিধি আনিসুর রহমান সোহেলকে সিনিয়র সহ-সভাপতি ও সিটি নিউজ ঢাকা’র নরসিংদী জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে শহরের রাইন ওকে মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
মাধবদী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও আজীবন সদস্য মো. আনিসুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি-১ মো. তৌহিদুর রহমান (গাজী টেলিভিশন) সহ-সভাপতি-২ ওবায়দুর রহমান মাসুম (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. আরিফুল ইসলাম (বিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক-২ সিদ্দিকুর রহমান ইমন (দৈনিক জবাবদিহি), কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনির (দৈনিক অধিকার), সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম (এশিয়ান টেলিভিশ) , মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা হক শিমুল (দৈনিক নয়া শতাব্দী), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাজী আহসান হাবীব রোমান (সাপ্তাহিক সোনালী পাঠক), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (দৈনিক ভোরের পাতা), দপ্তর সম্পাদক মো. আওলাদ হোসেন (সাপ্তাহিক আঁচড়), কার্যকরি সদস্য কাজী মেহবুব ইয়াছিন সৃজন (বর্তমান কণ্ঠ), আব্দুল হান্নান মানিক (সাপ্তাহিক বর্তমান যোগাযোগ), এম. শরীফ হোসেন (দৈনিক উত্তরা নিউজ), মো. আলাউদ্দিন সোহান (দৈনিক দেশের কণ্ঠ), এম. রাকিবুল হাসান জয় (সাপ্তাহিক খোরাক), মুফতী ক্বারী ওবায়দুল্লাহ (প্রতিদিনের সংবাদ), গোলাপ মিয়া (সংবাদ প্রতিদিন), মোক্তার হোসেন (নরসিংদীর সংবাদ), নাহিদ প্রধান (টাইম বাংলা টিভি), মনজুরুল আলম (দৈনিক বর্তমান দিনকাল)।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর