August 1, 2025, 1:21 pm

ভুয়া সাংবাদিক পরিচয়, নরসিংদী থেকে ঢাকায় এসে গুনতে হলো জরিমানা!

বিশেষ প্রতিবেদক: 236 View
Update : Thursday, July 1, 2021

ভুয়া সাংবাদিক পরিচয়, ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত ও মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকায় নরসিংদী থেকে ঢাকায় এসে গুনতে হলো জরিমানা। বৃহস্পতিবার (০১ জুলাই) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্কর চেকপোস্টে হাবিবুর রহমান রবি নামের এক যুবককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

মিরপুর ১০ নম্বর গোল চক্করে চেকপোস্ট পার হওয়ার সময় হাবিবুর রহমান রবির গতি রোধ করলে তিনি বলেন, ‘আমি সাংবাদিক। ট্রাফিক পুলিশ জানতে চায় কোথাকার সাংবাদিক, কোথায় কাজ করেন। তখন হাবিবুর রহমান রবিন কোন সদুত্তর দিতে পারেনি ট্রাফিক পুলিশকে।’

হাবিবুর রহমান রবি বলেন, ‘আমি সাংবাদিক ছিলাম। আমার মোটরসকেলটি ছিল চাচার। তিনিই মোরসাইকেলে প্রেস লেখা স্টিকার লাগিয়েছেন। আমার চাচা ‘তথ্য বাংলা’র সম্পাদক ছিলেন। তিনি মারা গেছেন। আমিও এখানে সাংবাদিক ছিলাম। আমার কাছে কার্ড নেই।’

এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান রবি বলেন, ‘তিন দিন আগে নরসিংদী থেকে ঢাকায় মিরপুর-১৪ নম্বরে এসেছি। এখন বোনকে টাকা দিতে শেরেবাংলানগরে স্টেডিয়ামের সামনে যাচ্ছিলাম। এখানে এসেছি বিআরটিসিতে মটরসাইকেলের লাইসেন্স করতে। বিআরটিসি বন্ধ থাকায় লাইসেন্স করতে পারিনি। লাইসেন্স না থাকায় পুলিশ আমাকে ৪ হাজার টাকার মামলা দিয়েছেন।’

এ বিষয়ে পল্লবী বিভাগের ট্রাফিক সার্জেন্ট আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘হাবিবুর রহমান রবির অপরাধ ছিল অনেকগুলো। ভুয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন। সাংবাদিকের আইডি কার্ড দেখতে চাইলে দেখাতে পারেনি। বিআরটিএ বন্ধ থাকার পরও, সে বলছে বিআরটিএ’তে নাকি লাইসেন্স করতে এসেছেন। তিনি বেশ কিছু মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।’

তিনি আরও বলেন, ‘পরে তার কাছে মোটরসাইকেলের লাইসেন্স দেখতে চাইলে, সে কোনও লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স দেখাতে না পারায় ৪ হাজার টাকার মামলা দেয়া হয়েছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর