ফতুল্লায় মাদকসহ বিক্রেতা গ্রেফতার

ফতুল্লায় হেরোইনসহ আশরাফুল আলম রকি (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২ জুলাই) ফতুল্লার মাহমুদপুর ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।
এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১২ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, রকি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর