December 17, 2025, 9:09 am

গাজীপুরে ৭২ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা

Reporter Name 165 View
Update : Saturday, July 3, 2021

লকডাউনের দ্বিতীয় দিনে গাজীপুরর সরকারি নির্দেশনা অমান্য করায় ৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাদের কাছ থেকে ৪১ হাজার ৪৩০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) জেলা প্রশাসনের ১৪টি ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ দণ্ড দেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে লকডাউনে সরকারি নির্দেশ কঠোরভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন। এ সময় করোনা মহামারি নিয়ন্ত্রণে লকডাউন চলাকালে শুক্রবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদেরকে ৪১ হাজার ৪৩০ টাকা জরিমানা করা হয়।

আগের দিন পরিচালিত ১৬টি ভ্রাম্যমাণ আদালতে একই অভিযোগে ৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাদের কাছ থেকে ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর