September 12, 2025, 10:44 pm

সিলেটের গোলাপগঞ্জে তিন ছেলে মিলে বাবাকে কুপিয়ে হত্যা!

Reporter Name 162 View
Update : Saturday, July 3, 2021

সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে নিজের তিন ছেলের হাতে খুন হয়েছেন এক বাবা। নৃশংস খুনের এ ঘটনা ঘটেছে সিলেটের গোলাপগঞ্জে। ইতিমধ্যেই হত্যাকারী ছেলেদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের এক নম্বর পরগনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোঁতা মিয়ার (৫৫) বাড়ি ওই গ্রামে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি জানান, ঘটনার সময় পরগনা গ্রামে অবস্থান করছিলেন তোঁতা মিয়া। সেখান থেকে ফেরার পথে তিন ছেলে মাসুম আহমদ, রাকিব আহমদ ও তানিম আহমদ মিলে দেশি অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা রক্তমাখা অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তিন ছেলে মিলে তাদের বাবাকে হত্যা করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর