August 11, 2025, 1:07 pm

করোনাক্রান্তিতে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার ঈদ

Reporter Name 142 View
Update : Wednesday, July 21, 2021

আজ বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা। দেশব্যাপী মুসলিমরা পশু কোরবানির মাধ্যমে উদযাপন করবেন এই দিনটি। ঈদ উপলক্ষে ইতোমধ্যে সাম সামর্থবানরা তাদের পছন্দের পশুটি কিনে ফেলেছেন। করোনার মধ্যে বিভিন্নরকম সমস্যা ও সংকট থাকা সত্ত্বেও মানুষ ঈদের আমেজ থেকে বঞ্চিত হতে চায় না। তাই তো অসংখ্য মানুষ নাড়ির টানে বাড়ি ফিরেছে চরম ভোগান্তি সত্ত্বেও।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। তারা মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেচন।

করোনার মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে নির্দেশনা অনুযায়ী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোকে ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি ঈদ জামাত। প্রথম জামাত সকাল ৭টায় হবে। এরপর ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ জামাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর