December 17, 2025, 3:33 am

জয়পুরহাটে মাদক বিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২৬

মোঃ জাহিরুল ইসলাম (জাকির)। স্টাফ রিপোর্টার 200 View
Update : Saturday, July 24, 2021

জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৫ জন এবং সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।

শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

মাছুম আহাম্মদ ভূঞা আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়।

পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর