November 13, 2025, 9:55 pm

দ্বিতীয় বিয়ে করলেন প্রসূন আজাদ

Reporter Name 283 View
Update : Sunday, August 1, 2021

লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ বিয়ে করেছেন। করোনা মহামারির কারণে স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে গেল শুক্রবার দুপুরে একটি মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়। প্রসূনের বরের নাম ফারহান গাফফার। তিনি একজন ব্যবসায়ী। প্রসূন ও ফারহান অনেক দিনের বন্ধু ছিলেন।

এর আগে গেল ১২ মে পারিবারিকভাবে এ অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়। ঈদের ঠিক পরের শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও করোনা ও বিশেষ কারণে তা পিছিয়ে যায়।

বিয়ের অনুষ্ঠান থেকে প্রসূন বলেন, তাদের নিজেদের বাড়ির এলাকার মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে ও অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।

২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানকে বিয়ে করেছিলেন প্রসূন। বিয়ের দেড় বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানার আপ হয়ে শোবিজ পাড়ায় যাত্রা শুরু করেন প্রসূন। তিনি নিয়মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর