November 11, 2025, 1:23 am

লঞ্চ চলাচলের সময় বাড়লো

Reporter Name 163 View
Update : Sunday, August 1, 2021

শিল্পকারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

যাত্রীচাপ সামাল দিতে আগামীকাল সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

রবিবার (১ আগস্ট) বিআইডব্লিউটি’র পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুর ইসলাম বলেন, ‘অনেক যাত্রী। সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল, তা দুপুর ২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।’

এর আগে রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়। কিন্তু ঈদফেরত যাত্রীদের চাপ বেশি থাকায় লঞ্চ চলাচলে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।

এদিকে গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘রফতানিমুখী যে শিল্প কল-কারখানাগুলো আছে, সেগুলো আগামীকাল (১ আগস্ট) থেকে খুলে দেয়া হবে এবং শুধুমাত্র যারা ঢাকাতে আছে, কারখানার আশেপাশে যারা রয়ে গেছে, তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে ৫ তারিখ পর্যন্ত। আমরা এর ভেতরে সিদ্ধান্ত নেব, ৫ তারিখের পর কী হবে।’

কিন্তু হঠাৎ করে শিল্প কল-কারখানা খোলার ঘোষণায় গতকাল পদ্মার বিভিন্ন ফেরিঘাটসহ দেশের বিভিন্ন রুটে ঢাকামুখী শ্রমিকদের ঢল নামে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর