September 12, 2025, 5:46 pm

যশোরে ফেনসিডিল ও ইজিবাইকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা টোয়েন্টিফোর- 162 View
Update : Monday, August 9, 2021

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ফেনসিডিল ও ইজিবাইকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) বিকালে ডিবি যশোরের এসআই শাহীনূর রহমান, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল উত্তরপাড়াস্থ হইতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হায়দার আলী (৬০)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। হায়দার আলী মৃত. নুরুজ্জামান এর ছেলে ও ১৩১/বেনাপোল উত্তরপাড়ার বাসিন্দা।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম ঢাকা টোয়েন্টিফোরকে জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ হায়দার আলী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ গ্রেফতার করেতে সক্ষম হয় ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ইজিবাইকের মূল্য ৩,৪০,০০০/= (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর