August 4, 2025, 6:59 pm

পাকুন্দিয়ায় তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্ধোধন করেন এমপি নূর মোহাম্মদ

Reporter Name 177 View
Update : Thursday, August 12, 2021

কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার তিনটি সড়কের নির্মাণ কজের উদ্বোধন করেন আজ বৃহস্পতিবার(১২ আগস্ট) দুপুরে উপজেলার মঠখোলা বাজারে এক আলোচনা সভার শেষে কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া -কটিয়াদি) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। পাকুন্দিয়া হইতে মঠখোলা, জামালপুর হইতে চামরাইদ এবং বাহাদিয়া হাই স্কুল হইতে মিরারটেক পর্যন্ত। পাকুন্দিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রসস্থকরন ও শক্তিশালীকরন প্রকল্পের আওতায় পাকুন্দিয়া জিসি টু মঠখোলা জিসি ১১ কি.মি রাস্তার পুনর্বাসন কাজ ও বৃহত্তর ময়মনসিংহ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাহাদিয়া থেকে মিরারটেক পর্যন্ত ২.৫ কি.মি. সড়ক পাকাকরন কাজ ও জামালপুর হইতে চামরাইদ পর্যন্ত ১১ শ’ মিটার রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত হওয়ায় উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ ,
হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু
বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল,
উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সহকারি অধ্যাপক আতাউর রহমান সোহেল, এগারসিন্দুর ইউনিয়ন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান বাবু, আসাদুজ্জামান ডিলার, ঠিকাদার বাদলুর রহমান, প্রমুখ।
অনুষ্টান টি সঞ্চালনা করেন যুবলীগ নেতা এনামুল হক রাজীব।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর