August 2, 2025, 8:34 pm

নিজের দাম আড়াই গুণ বাড়ানোয় বাদ পড়লেন শ্রদ্ধা

Reporter Name 147 View
Update : Thursday, September 2, 2021

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর। তরুণদের মধ্যে বি-টাউনের অন্যতম সেরা অভিনেত্রী তিনি। অভিনয়ের শুরু থেকেই ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। মূলত আশিকী-২ সিনেমার মাধ্যমে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন শ্রদ্ধা।

একের পর এক সিনেমা করছেন এই শ্রদ্ধা। তবে এবার নতুন একটি সিনেমা থেকে বাদ পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। অভিনেতা কার্তিক আরিয়ান কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন ‘সত্যনারায়ণ কি কথা’ নামের একটি সিনেমার। যেটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সমীর বিদ্বানস। শোনা যাচ্ছিল, এই সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর।

তবে শেষ পর্যন্ত নাকি শ্রদ্ধাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। তার পরিবর্তে কিয়ারা আদভানিকে নিচ্ছেন তারা। কারণ সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা। কিন্তু তার সর্বশেষ সিনেমা ‘বাঘি-থ্রি’র জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেত্রী।

অন্যদিকে, এই সিনেমার জন্য মাত্র ৩ কোটি রুপি নিচ্ছেন কিয়ারা। সবকিছু ঠিক থাকলে ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার পর দ্বিতীয়বার জুটি বাঁধবেন কার্তিক-কিয়ারা।

লাভ রঞ্জনের একটি সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর