September 12, 2025, 1:05 pm

শ্রীমঙ্গলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা

Reporter Name 145 View
Update : Thursday, September 2, 2021

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আট ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গলর পৌরসভা কেন্দ্রের ভিবিন্ন স্থানে আটটি ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) শহরের চৌমুহনা চত্তরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে ও বুধবার ভোররাতে এসব দোকান চুরি হয়। ১ সেপ্টেম্বর ২০২১ ইং, বুধবার সকালে দোকান খোলার পর চুরি হওয়ার বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের। চুরি হওয়ার দোকান গুলো হলো। মোঃ রিয়াদ হোসেন এর ওয়াটার লিলি ফুড স্টোর, ৬৮ উকিল বাড়ী রোড,শ্রীমঙ্গল, দেবনাথ মেডিকেল হল সোনামিয়া রোড (মিশন রোড) শ্রীমঙ্গল,লিটন দেব এর প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোর, রুপসপুর দূর্গাবাড়ী সামনে,মোঃ মিছবা উদ্দিন এর সি লেডিস টেইলার্স আর.কে মিশন রোড,শ্রীমঙ্গল, মোঃ তুহিন চৌধুরী এর ছাদ ভ্যারাইটিজ স্টোর,কলেজ রোড, রোমান ধর এর পূরবী স্টোর,কলেজ রোড,অপু সরকারের,আয়ুস ডিজিটাল স্টুডিও, কলেজ রোড, দেবদাস চক্রবর্তী এর সুহাসিনী ফার্মেসী,কলেজ রোড। সংগবদ্ধ চোরেরা ওই ৮ টি দোকান থেকে ক্ষয়ক্ষতি সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করেছে।

২ সেপ্টেম্বর ২০২১ ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ এস এম ইয়াহিয়া খাঁন।
প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদির, দেবাশীষ ধর পার্থ, মোঃ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, কোষধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মো.ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য শামসুল ইসলাম শামীম অজয় দাশ,পরিমল পাল, অজয় সিং, মামণি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. শাহ আলম, মানবাধিকার কর্মী মো. মানিক মিয়া, ব্যবসায়ী শেখ সারোয়ার জাহান জুয়েল, ব্যবসায়ী মাওলানা সৈয়দ মোজাদ্দিদ আলী, ও রহিম নোমানী প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর