September 12, 2025, 9:10 am

ফিরে আসা সিরিয়ান শরণার্থীরা ধর্ষণের শিকার হচ্ছে: অ্যামনেস্টি

Reporter Name 159 View
Update : Tuesday, September 7, 2021

বিদেশ থেকে দেশে ফেরা সিরিয়ান শরণার্থীরা নিরাপত্তা বাহিনীর হাতে আটক, গুম ও নির্যাতনের শিকার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, সিরিয়া এখনও প্রত্যাবাসনের জন্য নিরাপদ নয়।

অ্যামনেস্টি ‘ইউ আর গোয়িং টু ইউর ডেথ’ শিরোনামের রিপোর্টে ২০১৭ সাল থেকে দেশে ফেরা ১৩ শিশুসহ ৬৬ জন সিরিয়ানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একের পর এক নিয়ম লংঘনের চিত্র তুলে ধরে বলেছে, এসব বিষয় এটাই প্রমাণ করে যে দেশটি এখনও প্রত্যাবাসনের জন্য নিরাপদ নয়।

সংস্থাটি আরও বলছে, সিরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা ফিরে আসা নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক, নির্যতন এবং ধর্ষণ ও যৌন হয়রানিসহ নানা ধরনের হয়রানি করছে।

সংস্থা আটকাবস্থায় মারা যাওয়া পাঁচটি ঘটনার কথাও তুলে ধরেছে। এছাড়া গুম হওয়া আরো ১৭ জনের ভাগ্যে কি ঘটেছে তাও এখনও অজানা বলে উল্লেখ করেছে।

অ্যামনেস্টি নিরাপত্তা বাহিনীর যৌন হয়রানির ১৪টি ঘটনা তুলে ধরে। এর মধ্যে সাতটি ধর্ষণের ঘটনাও রয়েছে।
সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ৬৬ লাখেরও বেশি লোক দেশ ছাড়ে। বেশিরভাগই তুরস্ক ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়। কিন্তু সম্প্রতি ডেনমার্ক, সুইডেন ও তুরস্ক দেশে ফিরে যাওয়ার জন্য শরণার্থীদের চাপ দিতে শুরু করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর