October 26, 2025, 3:49 am

গোপালগঞ্জে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Reporter Name 142 View
Update : Sunday, September 12, 2021

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুপ্রিয়া বাড়ৈ (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুপ্রিয়া বাড়ৈ একই উপজেলার হাজরাবাড়ী গ্রামের টুকলাল বাড়ৈর মেয়ে। সে শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সুপ্রিয়া বাড়ৈ তার মায়ের সঙ্গে মামা বাড়ি থেকে পড়াশোনা করতো। শনিবার সকালে সুপ্রিয়া ঘুম থেকে দেরি করে উঠলে তার মামা অমৃত বল্লভ সুপ্রিয়াকে বকাবকি করে। এর কিছুক্ষণ পর সুপ্রিয়া বাড়ৈকে ঘরের ভেতরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখা যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপ্রিয়া বাড়ৈকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর