August 11, 2025, 3:30 pm

নীতিমালা মেনেই শিক্ষাক্রম যুগোপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

Reporter Name 145 View
Update : Tuesday, September 14, 2021

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রম সময়পযোগী করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শিক্ষা নীতিমালা মেনেই শিক্ষাক্রম যুগোপযোগী করা হবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়ার উপস্থাপনা সংক্রান্ত বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টায় কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়, শিক্ষাখাতে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, নীতিমালা অনুযায়ী বৈশ্বিক অগ্রগতির সঙ্গে মিলিয়ে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশের শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক শ্রেণি বিন্যাসসহ দুর্গম এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ কেবল আওয়ামী লীগ সরকারই নিয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর