September 12, 2025, 12:56 pm

পাকুন্দিয়া হারিয়ে যাওয়া বিপ্লবকে খুঁজছে বাবা-মা

এস এ সম্রাট কিশোরগঞ্জ : 156 View
Update : Tuesday, September 14, 2021

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামে হারিয়ে যাওয়া আমির হামজা বিপ্লব(১৪)
কে তন্ন তন্ন করে খুঁজে তার বাবা-মা।

গত সোমবার বেলা ১২ টার দিকে হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় বিপ্লব। তাৎক্ষণিকভাবে আশপাশের সম্ভাব্য সব এলাকায় এবং আত্মীয় স্বজের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়া বিপ্লবের গায়ের রঙ শ্যামলা,উচ্চতা আনুমানিক ৫ ফিটের মতন
বাসা থেকে বেড়িয়ে যাওয়ার সময় বিপ্লবের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি।
আমির হামজা বিপ্লব পরিবারের সাথে কুমারপুর গ্রামে হোসেন্দী ইউনিয়নের, পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বাবার নাম মো: বজলুর রহমান।

হারিয়ে যাওয়া আমির হামজা বিপ্লব। উপজেলার পাকুন্দিয়া মডেল মাদ্রাসার সাবেক ছাত্র ও বর্তমান মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে এই মোবাইল। নম্বরে( ০১৭৪২৭১৬৪৭০/০১৩০৪১৯০৯৯০) যোগাযোগ। করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর