ফখরুলসহ ৫১ আসামির অভিযোগ গঠন শুনানি ২১ নভেম্বর

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারাও হাজিরা দিতে আজ উপস্থিত হয়েছিলেন। তবে মামলার আসামিদের মধ্যে তিন জন মারা গেছেন।
এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত এ মামলার শুনানি পিছিয়ে দেন। মির্জা ফখরুলসহ ৩৫ জন আদালতে হাজিরা দেন।
বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনেও অভিযোগ করা হয়েছে। পরে ৫১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর