September 12, 2025, 8:53 am

মাদক দিয়ে গ্রেফতারের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

Reporter Name 132 View
Update : Tuesday, September 21, 2021

হবিগঞ্জের মাধবপুরে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে এসআই দেবাশীষ তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুইজন নারী। সোমবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার স্ত্রী আছমা বেগম জানান, গত ১৭ সেপ্টেম্বর তার ছেলে রুবেল মিয়াকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার কুদ্দুস মিয়ার দোকানের সামনে থেকে ধরে ধর্মঘর বাজারে নিয়ে যায়। সেখানে তার পকেটে ১ হাজার পিস ইয়াবা রেখে রুবেলকে গ্রেফতার করে চৌমুহনী বাজারের উত্তর পাশে নিয়ে স্বীকারোক্তি দেওয়ার জন্য কঠিনভাবে শাররীক নির্যাতন করে। দেবাশীষ তালুকদার মেম্বার মামুনকে জানান রুবেলের কাছে ১ লক্ষ টাকা পাওনা। টাকা না দিলে তার স্বামী ও ছেলের নামে ১০টি মামলা হবে।

অপরদিকে সংবাদ সম্মেলনে আলীনগর গ্রামের আলাউদ্দিন ওরফে তোফাজ্জল মিয়ার স্ত্রী শামিমা বেগম জানান, তার স্বামীর নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

এসআই দেবাশীষ তালুকদার জানান, রুবেল মিয়ার নামে ৩টি ও তার বাবা আলাউদ্দিন মিয়ার নামে অনেক মামলা রয়েছে। তারা সমাজের খারাপ মানুষ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর