December 16, 2025, 1:15 pm

হাতীবান্ধায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name 187 View
Update : Tuesday, September 21, 2021

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডোবার পানিতে পড়ে গিয়ে জুই আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের জুয়েল রানা মেয়ে জুই আক্তার (২) বাড়ির অদূূরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে ডোবার পানিতে শিশুটি দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যেকে পাঠানো হয়েছে। এ বিষয় এখনো কেউ অভিযোগ দেয়নি বলেও তিনি জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর