October 25, 2025, 7:28 pm

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Reporter Name 175 View
Update : Saturday, October 16, 2021

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চেলেরহাট এলাকায় মহাসড়কে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দিলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ত্রিশালের চেলেরহাট এলাকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে।

ওসি মাইন উদ্দিন জানান, নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর