August 2, 2025, 8:42 pm

দুই যুগ পর ফিরলেন আফজাল হোসেন

Reporter Name 175 View
Update : Saturday, October 16, 2021

চিরসবুজ অভিনেতা হিসেবে পরিচিত আফজাল হোসেন। নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর সদস্য তিনি। সর্বশেষ তার দলের হয়ে মঞ্চে নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ‘কেরামত মঙ্গল’ নাটকে অভিনয় করেছিলেন এ অভিনেতা। তাও প্রায় ২ যুগ আগের কথা।

এবার দুই যুগের বিরতি কাটিয়ে ‘পেন্ডুলাম’ নাটকের মাধ্যমে মঞ্চে ফিরছেন আফজাল হোসেন। এ সংবাদটি নিশ্চিত নাট্যকার মাসুম রেজা। তিনি জানান, নাটকটি ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথভাবে প্রযোজনা করবে।

নাটকটির নাট্যকার মাসুম রেজা নিজেই। এটির নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ। আগামী বছরের জানুয়ারিতে একসঙ্গে নাটকটির চারটি শো মঞ্চায়ন হবে। এর আগে নিয়মিত চলছে এর মহড়া। আফজাল হোসেন সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। পরবর্তী সময়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন তিনি। আশির দশকে শুরু করেন বিজ্ঞাপন নির্মাণ। বর্তমানে খুব বেশি একটা অভিনয়ে না থাকলেও লেখালেখি ও নির্মাণের সাথে রয়েছেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর