October 25, 2025, 4:59 pm

মসজিদ নির্মাণের টাকা আত্মসাত, দুদকের অভিযান

Reporter Name 148 View
Update : Tuesday, November 2, 2021

ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ নির্মাণ ও রাস্তা সংস্কারের সরকারি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

মঙ্গলবার (২ নভেম্বর) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। তারা সরেজমিনে মসজিদ ও রাস্তা পরিদর্শন করে চেয়ারম্যানের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

দুদকের জনসংযোগ দফতর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুসন্ধান শেষে দুদক জানায়, মসজিদটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। রাস্তার কিছু অংশের কাজে বিচ্যুতি রয়েছে। ইউপি চেয়ারম্যানের কাছে বিগত তিন বছরের বরাদ্দের নথি চাইলে তিনি আগামী দুই কার্যদিবসের মধ্যে তা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রামীণ রাস্তা হওয়ায় এর কিছু অংশ দেবে গেছে। এছাড়াও ওই চেয়ারম্যান দুদক টিমকে দ্রুত সব বিচ্যুতি মেরামতের আশ্বাস দেন।

দুদক জানায়, অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে এদিন দুদক এনফোর্সমেন্ট ইউনিট সাতটি দফতরে চিঠি দিয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর