August 4, 2025, 6:57 pm

রাজধানীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

Reporter Name 173 View
Update : Tuesday, November 2, 2021

রাজধানীর গুলশান থানাধীন নতুনবাজার এলাকায় আমেরিকান অ্যাম্বেসির সামনে ট্রাকের ধাক্কায় রিকশার আরোহী বাবার কোলে থাকা রিহান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় বাবা, মা ও বোন সহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- বাবা আব্দুর রহিম (৩৫), মা শাহজাদী আক্তার (২৫) ও তার বোন রাহী আক্তার (৬)। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে রিহানকে মৃত ঘোষণা করেন। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান নতুন বাজার আমেরিকান অ্যাম্বাসির সামনে একটি তিনি বোঝাই ট্রাক একটি রিকশাকে বাঁচানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ওই ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা ২ শিশুসহ ৪ আরোহী রাস্তায় ছিটকে পড়লে রিকশা আরোহীরা গুরুতর আহত হন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে শিশু রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশা চালককে এখনো পাওয়া যায়নি। তাদের কোনো লিখিত অভিযোগ না থাকায় শিশুটিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিহানের মামা নজরুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুরে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর