September 12, 2025, 8:58 am

মন্ত্রীর বাড়িতেই বিদ্রোহী প্রার্থী!

ডেস্ক রিপোর্ট- 158 View
Update : Wednesday, November 3, 2021

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ’র ছোট ভাইয়ের স্ত্রী সাজেদা বেগম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে গত সোমবার মনোনয়ন পত্র জমা দেন তিনি।

সাজেদা বেগম সমাজকল্যাণ মন্ত্রী’র ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুজ্জামান আহমেদ’র স্ত্রী। তিনি ওই উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমান চেয়ারম্যান পদে সাজেদা বেগমের মনোনয়ন পত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তৃতীয় ধাপে লালমনিরহাট সদর ও কালীগঞ্জে উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো মঙ্গলবার। এ নির্বাচনে অংশ নিতে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে গত সোমবার মনোনয়ন পত্র জমা দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ’র ছোট ভাইয়ের স্ত্রী সাজেদা বেগম। খোদ মন্ত্রী বাড়িতেই বিদ্রোহী প্রার্থী এ নিয়ে ওই উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী সাজেদা বেগম বলেন, তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি করতো এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেন, দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে কেউ যদি প্রার্থী হয়ে থাকেন। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর