অবৈধ দখল উচ্ছেদে কোটি টাকার সম্পত্তি উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শালমারা বাজারে দীর্ঘদিন থেকে সরকারি জায়গা দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল অবৈধ দখলদাররা। এ কারণে স্থানীয় জনসাধারণকে নানা সমস্যার সম্মুখীন হয়েছিল। পরে বৃহস্পতিবার সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ অভিযানের মাধ্যমে জনসাধারণের সমস্যার সমাধান হবে বলে স্থানীয়রা জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।