August 11, 2025, 8:00 pm

এখনই পরিবহন ধর্মঘট দেওয়া যাচ্ছে না : রাঙ্গা

Reporter Name 138 View
Update : Thursday, November 4, 2021

হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানো সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেছেন, পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনা করেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল। সরকারের এমন সিদ্ধান্ত পরিবহন শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে গোটা দেশে প্রভাব পড়বে। যেহেতু সড়কপথের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের অর্থনীতি।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, ২০১৩ সালের পর থেকে পরিবহন মালিক সমিতি কোনো দাবি নিয়ে আন্দোলনে যায়নি। এবারো এ ইস্যুতে আমরা আন্দোলনে মাঠে যেতে চাই না। হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানোর কারণ ও এর সমাধানের বিষয়ে জানতে এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে।

তিনি আরো বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন পরিবহন সংগঠন ও মালিক সমিতির নেতারা আন্দোলন কর্মসূচির জন্য চাপ দিচ্ছেন। যেহেতু প্রধানমন্ত্রী দেশের বাইরে তাই কোনো কর্মসূচি দেওয়া যাচ্ছে না। তবে অঘোষিতভাবে কিছু সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকসহ সমিতির অন্য নেতারা ।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হয়েছিল ৬৫ টাকায়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটার কেরোসিন ও ডিজেল ৮০ টাকা করে বিক্রি হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর