August 2, 2025, 9:00 pm

জিয়ার মাজারের নামে ভণ্ডামি চলবে না : ডা. মুরাদ

Reporter Name 157 View
Update : Sunday, November 7, 2021

জিয়ার মাজারের নামে ভণ্ডামি-বাটপারি চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান কি পীর-আউলিয়া? কিসের মাজার? ওই কবর সরাতে হবে। ওখানে কোনো খুনির মাজার থাকবে না।’

রোববার (৭ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. মুরাদ বলেন, ‘এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ, শেখ হাসিনার দেশ। তারা এই রাষ্ট্রের মালিক। এ দেশে জিয়া পরিবারের নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না। জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের নামে এই বাংলার মাটিতে কোনো কিছু থাকতে পারবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ তো দূরের কথা কোনো চিহ্নও নেই। ওই রাজাকার জামাতি, হেফাজত, ওই যে চরমোনাই পীর; টাইম নাই, টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর