December 1, 2025, 9:23 pm

লঞ্চ ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ৬০ পয়সা

Reporter Name 174 View
Update : Sunday, November 7, 2021

ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়ল লঞ্চ ভাড়াও। কিলোমিটারপ্রতি ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এবং সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে এ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ জানান, লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বিকেল থেকে শুরু হয়ে বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানসহ লঞ্চ মালিকেরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর