September 10, 2025, 5:52 pm

বিশ্বকাপ সেমিফাইনাল: কে কার প্রতিপক্ষ, কবে খেলা?

Reporter Name 180 View
Update : Monday, November 8, 2021

সুপার টুয়েলভের এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে শেষ চারে যাচ্ছে কারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দুই গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান-ইংল্যান্ডের সঙ্গী দুই গ্রুপের রানার্স আপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। আগামী ১০ তারিখ প্রথম ও ১১ তারিখ দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে।

গ্রুপ পর্ব সবচেয়ে দাপটের সঙ্গে শেষ করেছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ ২-এর চ্যাম্পিয়ন হয় তারা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতে জিতে গ্রুপ ১-এ হয়েছে রানার্সআপ।

গ্রুপ ১-এ ইংল্যান্ড প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও রান রেটের হিসেবে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে তারা।

শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ২- এর রানার্স আপ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল অবশ্য হতাশাজনক। প্রথম ম্যাচেই তারা হেরে বসে পাকিস্তানের বিপক্ষে। তবে এরপর টানা চার জয়ে নিশ্চিত করে সেমিফাইনালে খেলা।

আবু ধাবিতে আগামী বুধবার প্রথম সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আর দুবাইয়ে আগামী ১৪ নভেম্বর হবে ফাইনাল। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর