August 2, 2025, 6:29 pm

ক্যানসার জয় করে কাজে ফিরলেন কিরণ খের

Reporter Name 168 View
Update : Wednesday, November 10, 2021

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের। ক্যানসার জয় করে কাজে ফিরলেন তিনি। কিছুদিন আগে কিরণ খেরের ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ইন্ডিয়ান্স গট ট্যালেন্ট’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন কিরণ খের। তার সঙ্গে থাকবেন অভিনেত্রী শিল্পা শেঠি ও গায়ক বাদশা।

এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কিরণ খের বলেন, ‘ইন্ডিয়ান্স গট ট্যালেন্ট সব সময়ই আমার হৃদয়ে। এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের নবম বছর। জুরি হিসেবে ফিরতে পারা চমৎকার অভিজ্ঞতা। মনে হচ্ছে আমি বাড়ি ফিরলাম।’

খুব শিগগির সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে ‘ইন্ডিয়ান গট ট্যালেন্ট’ শো অনুষ্ঠিত হবে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ কিরণ খের। গত এপ্রিলে তার স্বামী অভিনেতা অনুপম খের ও ছেলে সিকান্দার মাইক্রোব্লগিং সাইট টুইটারে যৌথ এক বিবৃতিতে লেখেন, ‘গুজব ছড়িয়ে পড়ার আগেই সিকান্দার ও আমি সবাইকে জানাতে চাই, কিরণ মাল্টিপল মাইয়েলোমায় আক্রান্ত। এটি এক ধরনের ব্লাড ক্যানসার। বর্তমানে তার চিকিৎসা চলছে, আমরা আশা করছি সে আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরবে। আমাদের সৌভাগ্য একদল অসাধারণ চিকিৎসক তার চিকিৎসা করছেন। সে একজন যোদ্ধা এবং মাথা উঁচু করে সবকিছু মোকাবিলা করে। তার হৃদয় খুবই বড়। এজন্য সবাই তাকে অনেক ভালোবাসে। আপনারা হৃদয় থেকে তার জন্য প্রার্থনা করুন। বর্তমানে সে সুস্থ হওয়ার পথে। ভালোবাসা ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর