August 3, 2025, 5:05 pm

গাইবান্ধায় ১৩ মধ্যে নৌকা ৩

Reporter Name 204 View
Update : Friday, November 12, 2021

গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ ও ১০ টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, গাইবান্ধার ১ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ (মোটরসাইকেল), ২ নম্বর মালিবাড়ি ইউনিয়নে সোয়েব মো. রাসেল (ঘোড়া), ৩ নম্বর কুপতলা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম ( চশমা), ৪ নম্বর সাহাপারা ইউনিয়নে মশিউর রহমান মিঠুল মাস্টার (আনারস), ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নে জুলফিকার রহমান (আনারস), ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নে মোসাব্বীর হোসেন (আনারস), ৭ নম্বর বাদিয়াখালি ইউনিয়নে সাফায়েতুল হক পাভেল (আনারস), ৮ নম্বর বোয়ালী ইউনিয়নে শহিদুল ইসলাম সাবু (চশমা), ৯ নম্বর খোলাহাটি ইউনিয়নে মাসুম হক্কানি (ঘোড়া), ১০ নম্বর ঘাগোয়া ইউনিয়নে আমিনুল ইসলাম রিংকু (নৌকা), ১১ নম্বর গিদারী ইউনিয়নে হারুনুর রশিদ ইদু (নৌকা), ১২ নম্বর কামারজানি ইউনিয়নে মতিয়ুর রহমান (আনারস), ১৩ নম্বর মোল্লারচর ইউনিয়নে সাইদুজ্জামান সরকার (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ১২০ কেন্দ্রে ব্যালট ও ৯ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৪৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর