September 12, 2025, 5:31 am

নবনির্বাচিত ইউপি সদস্য খুন, এলাকায় উত্তেজনা

Reporter Name 136 View
Update : Saturday, November 13, 2021

নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধা সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের বামুনির পার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ মাগুরের কুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি লক্ষিপুর স্কুল ও কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, আব্দুর রউফ মাস্টার মোটরসাইকেল যোগে রাত ১০টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে বামুনির ভিটা নামক স্থানে উঁচু ব্রীজের কাছে পৌঁছলে পিছন থেকে আরিফ নামে এক যুবক নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফের মাথায় লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে রউফ মেম্বার।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আরিফ খাদ্য বিভাগে পিয়ন পদে কর্মরত।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, মরদেহ সদর হাসপাতালে পুলিশ হেফাজতে আছে। ওই যুবককে ধরতে অভিযান চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর