August 11, 2025, 11:33 pm

নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২

Reporter Name 137 View
Update : Sunday, December 26, 2021

নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ের সময় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর রেলক্রসিংয়ে সামনের দোকানি হুমায়ূন কবির।

তিনি জানান, রাস্তায় অনেক যানজট ছিল। তাই রেললাইনের বেরিকেট দেয়া ছিল না। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের একটি বাস লাইনের উপর দাঁড়িয়ে ছিল। প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর