August 13, 2025, 1:11 am

গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন- 137 View
Update : Sunday, January 2, 2022

বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), হারুন (৪৫) ও ওমান প্রবাসী রাজীব (২৩)।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তিনজন মোটরসাইকেলে মুলাদী থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। কাজিরহাট ঈদগাহ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর