August 13, 2025, 1:11 am

প্রাইভেটকার খাদে পড়ে ইডেন কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক- 138 View
Update : Monday, January 3, 2022

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছোট বোনসহ দুজন। রবিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার পাখির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকা (২২) ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ আনিসুর রহমানের মেয়ে। তিনি রাজধানীর ইডেন কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্র জানায়, সৈয়দা জান্নাতকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাশেদুল হাসান ইফতিকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল বাবুল জানান, সকালে আনিকা ছোট বোন ও বোনের সহপাঠীকে নিয়ে চাঁদপুরে বেড়াতে যান। ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়ার পাখির মোড়ে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এ সময় আহত হন আনিকার ছোট বোন সৈয়দা জান্নাত (১৭) ও জান্নাতের সহপাঠী রাশেদুল হাসান ইফতি (১৮)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর