August 11, 2025, 11:44 pm

রাত থেকে বাড়বে কুয়াশা, কমবে তাপমাত্রা

Reporter Name 138 View
Update : Monday, January 3, 2022

দেশের উত্তরাঞ্চলে শীতের মৌসুমের শুরু থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। তবে কদিন ধরে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা খুব একটা কমেনি। আজ সোমবার রাত থেকে ঘন থেকে মাঝারি কুয়াশা ঝরতে শুরু করবে দেশজুড়ে। এ কারণে এসব জনপদের তাপমাত্রা আরও কমতে থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

কুয়াশার কারণে দেশজুড়ে তাপমাত্রা খুব না কমলেও রংপুর ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা কমতে পারে। দেশের অন্যত্র পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। রাজধানী ঢাকাও এর ব্যতিক্রম নয়। আবহাওয়া অধিদপ্তরের বার্তা এমনটাই বলছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এখন ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় আছে; আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে বঙ্গোপসাগরে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ সকালে বলেন, কাল থেকে শীতের অনুভূতি বেড়ে যাবে। দেশের উত্তরাঞ্চলের রংপুরে এবং ময়মনসিংহ অঞ্চলে কুয়াশার পরিমাণ বেড়ে যাবে। এ কারণে এসব অঞ্চলে শীত কিছুটা বাড়বে; তবে তীব্র হবে না।

৯ থেকে ১০ জানুয়ারির পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আর এ কারণে তীব্র শীত শুরু হতে পারে।

বজলুর রশীদ আরও বলেন, তীব্র শীত বলতে যা বোঝায়, তা আসতে আর সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরই সারা দেশে তীব্র শীত পড়তে পারে।

গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর