ঢাকায় মাদকসহ গ্রেপ্তার ৭৯

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার ৭৯ জনের কাছ থেকে আট হাজার ৪৯৬ ইয়াবা, ৩১৭ গ্রাম ১০০০ পুরিয়া ২০ পাতা হেরোইন, পাঁচ কেজি ৪৮৫ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর