August 3, 2025, 5:22 pm

১৩৪ কেন্দ্রের ফলাফল: এগিয়ে আইভী

ডেস্ক রিপোর্ট: 199 View
Update : Sunday, January 16, 2022

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোট শেষে এখন চলছে গণনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি পেয়েছেন ১,১৩,১২১ ভোট।অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৫,৪৬৫ ভোট।

এ সিটির ১৯২টি ভোটকেন্দ্রে ১ হাজার ৩৩৩টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে। ২৭টি ওয়ার্ডের সিটিতে প্রায় ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

নির্বাচনে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

মেয়র পদে ছয়জন প্রার্থী হলেন-আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস।

এই ভোটে জিতলে নারায়ণগঞ্জের মেয়র হিসেবে হ্যাটট্রিক করবেন আইভী। অন্যদিকে তৈমূর আলম খন্দকার জয় পেলে অভিষেক ঘটবে তার। প্রথমবারের মতো হবেন নগরপিতা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর