August 12, 2025, 1:20 am

ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী

Reporter Name 135 View
Update : Wednesday, January 26, 2022

ক্যালেন্ডারের পাতা উল্টে শেষ হতে যাচ্ছে শীতকাল। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরের পর রাজধানীর আকাশে সূর্য উঠলেও তাপ ছড়ায়নি। এরপরই বিকেল ৪টার দিকে হঠাৎ নামে বৃষ্টি। প্রথমে গুঁড়ি গুঁড়ি হলেও পরে তা ঝুম বৃষ্টিতে পরিণত হয়। রাজধানীর মিরপুর, মগবাজার, কারওয়ান বাজার, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, গুলশান, মতিঝিলসহ কমবেশি সবখানেই বৃষ্টি হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাড়তে পাড়ে শীতের দাপটও।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। আগামীকালও এই আবহাওয়া থাকবে। ২৮, ২৯, ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েকদিন বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ হিসেবে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭.৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর