August 1, 2025, 9:48 am

এফডিসির এমডির পদত্যাগ দাবি

ডেস্ক রিপোর্ট: 221 View
Update : Friday, January 28, 2022

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসির ভেতরে ঢুকতে না দেয়ায় এই দাবি তুলেছেন তিনি। এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি বলে দাবি সোহানের।

তিনি এফডিসির এমডির পদত্যাগ দাবি করে বলেন, ‘আমরা শুনতে পেলাম নির্বাচনে শিল্পী সমিতির সদস্যরা ছাড়া এফডিসিতে কেউ ঢুকতে পারবে না। এটা শুনে আমরা বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলাম, তিনি বললেন যে, এইরকম কোনো অর্ডার দেয়নি। আমরা আশ্বস্ত হলাম।’
কিন্তু শুক্রবার এফডিসিতে ঢুকতে পারছেন না অনেক পরিচালক। সোহানের দাবি, এ নির্দেশ দিয়েছেন এফডিসির এমডি ও তিনি তার সিদ্ধান্তে অনড়।

সোহান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে কাজ হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, কিন্তু এমডির নির্দেশ ছাড়া তিনিও কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না বলে জানিয়েছেন।’

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোহান বলেন, ‘আমরা শনিবার সকাল ১২টায় মিটিং ডেকেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করব। এমডির পদত্যাগ চাই, পদত্যাগ না হওয়া পর্যন্ত এফডিসিতে এমডি ঢুকতে পারবে না। তাদের যদি আসতে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে ঢুকতে হবে।’

সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। সভাপতি পদে লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুটি সহ-সভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল ও রিয়াজ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর